হল্যান্ডের রাজধানী আমস্টারডামে ফের দু'টি পত্রবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বোমা বিস্ফোরিত হয় আমস্টারডামের একটি অফিস ভবনের মেইল রুমে। আর অপরটি দেশটির কেরক্রাডে শহরে চিঠি বাছাইয়ের একটি কোম্পানিতে বিস্ফোরিত হয়।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এ দু'টি ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা জানা যায়নি।
প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি থেকে হল্যান্ডে দফায় দফায় পত্র বোমার বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশের ধারণা, একই ব্যক্তি এসব পত্র বোমা পাঠাচ্ছে। ঘটনার মূল উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে হোটেল, একটি গ্যাস স্টেশন, একটি গ্যারেজ, একজন রিয়েল স্টেট এজেন্টের দফতর ও একটি বিল কালেকশন সেবা দফতরে পত্রবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ