তুরস্কে চলছে অভিবাসী আটক অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটি বৃহত্তম নগরী ইস্তাম্বুল থেকে ১৩৫ অভিবাসীকে আটক করা হয়ছে। আটককৃতদের সবাই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত এক সপ্তাহে অন্তত এক হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
আটককৃত অভিবাসীরা পাকিস্তানি, কঙ্গোলিজ, সিরিয়ান, ইরাকি, আফগান, তিউনিসিয়ান, কুয়েতি, মরোক্কান, তুর্কমেনি, মিশরীয়, ভারতীয়, আলজেরিয়ান, সোমালি, ঘানায়ান, ইয়েমেনি, ফিলিস্তিনি, ইরিত্রিয়ান ও নাইজেরিয়ার নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ