শিরোনাম
৩০ মার্চ, ২০২০ ১৩:৩৩

করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের। চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

এমন পরিস্থিতির মাঝেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক মাসে দেশটি চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সোমবার এই পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার দেশটির পূর্ব উপকূলে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, বিশ্ব যখন করোনা মহামারী মোকাবিলায় লড়ছে তখন উত্তর কোরিয়ার এই পরীক্ষাগুলো বেমানান।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর