পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর ব্যবহৃত ভুয়া অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
উপসাগরীয় দেশগুলোতে ভারত সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে ওই অ্যাকাউন্টটি ব্যবহৃত হতো বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। অ্যাকাউন্টটির নাম ছিল @idanialusaf। সৌদি রাজকুমারী নৌরা বিনতে ফয়সালের (Noura bint Faisal) নামে ভুয়া আইডি (@NouraAlSaud) তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে জি নিউজের প্রতিবেদনে।
মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গ করলে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অন্য ব্যবহারকারীকে হুমকি দিলে কিংবা কারও ছদ্মবেশ ধারণ করলেও টুইটার অ্যাকাউন্ট বাতিল হয়ে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা