দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান পরিচালনা করলো মিয়ানমার। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শান প্রদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় তিন মাস চলে এ অভিযান।
এ সময় ২০ কোটি পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির পুলিশ। ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি জব্দ করা হয় ৫শ’ কেজি ক্রিস্টাল মেথাম-ফেটা-মাইন এবং ৩শ’ কেজি হেরোইন।
অভিযানের সময় ৩৩ জন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, বিপুল পরিমাণ এ মাদকের গন্তব্য ছিল মিয়ানমার এবং প্রতিবেশি দেশগুলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ