১১ আগস্ট, ২০২০ ১৮:৪৭

লেবাননে সরকার পতনের পরও অব্যাহত বিক্ষোভ

অনলাইন ডেস্ক

লেবাননে সরকার পতনের পরও অব্যাহত বিক্ষোভ

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় জনরোষের মুখে ক্ষমতা ছাড়ল লেবানন সরকার। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তার সরকারের পদত্যাগ ঘোষণা করেন। গতকাল সোমবার সন্ধ্যায় লেবাননের গোটা মন্ত্রিসভা পদত্যাগ করার পরেও পর পর তৃতীয় রাত ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবনের সামনে প্রতিবাদ জানায়। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা ইঁটপাটকেল এবং আতসবাজি ছুঁড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এক সপ্তাহ আগে বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ মারা যাবার পর মানুষের মধ্যে ক্রোধ ক্রমশ বাড়ছে। বন্দরে ২,৭৫০টন বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা না নিয়ে ছয় বছর ধরে মজুত রাখতে দেয়ায় মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব নিজে এর দায়িত্ব গ্রহণ না করে বলেছেন বহু বছর ধরে সব কিছুর রন্ধ্রে দুর্নীতি দানা বাঁধাই এর কারণ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর