২২ অক্টোবর, ২০২০ ০৮:২৮

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান হামলায় ৩৪ নিরাপত্তাকর্মী নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান হামলায় ৩৪ নিরাপত্তাকর্মী নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় ৩৪ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও অনেকে আহত হয়েছে। বুধবার তাখার রাজ্যে আফগান নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালায় তালেবান। তবে তালেবান এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

রাজ্য গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি দাবি করেছেন, পাল্টা হামলায় অনেক তালেবান যোদ্ধাও হতাহত হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাখার প্রদেশের স্বাস্থ্য বিষয়ক পরিচালক আবদুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, হামলায় প্রদেশের পুলিশের উপ-প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। 

তাখারে এখনও লড়াই চলছে এবং তালেবানেরও ব্যাপক হতাহত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের সরকারের মুখপাত্র জাওয়াদ হেজরি।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর