৩০ অক্টোবর, ২০২০ ২১:০৫

গ্রিস থেকে জার্মানিতে পৌঁছেছে আরও ৬৬ শরণার্থী

অনলাইন ডেস্ক

গ্রিস থেকে জার্মানিতে পৌঁছেছে আরও ৬৬ শরণার্থী

গ্রিস থেকে আরও শরণার্থী শিশু এবং তাদের পরিবার জার্মানি এসে পৌঁছেছে। তাদের জার্মানির বিভিন্ন রাজ্যে ভাগ করে রাখা হবে। বৃহস্পতিবার গ্রিস থেকে আরও ৬৬ জন শরণার্থী জার্মানির হানোফার বিমানবন্দরে পৌঁছায়। ৬৬ জনের মধ্যে রয়েছে ১৩টি পরিবার এবং অভিভাবকহীন ১৮ শিশু। 

জানা গেছে, এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত গ্রিস থেকে জার্মানিতে আসা শরণার্থীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭৫ জন। গ্রিসের মোরিয়া শরণার্থী শিবিরে আগুন লাগার পরে, সাহায্যের প্রয়োজন এরকম এক হাজার ৫৫৩ জন শরণার্থীকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় জার্মানি। তাছাড়া জার্মানি অভিভাবকহীন ১৫০ জন শিশুকেও আশ্রয় দেবে। ইউরোপীয় ত্রাণ কার্যক্রমের অংশ হিসাবে জার্মানি গ্রিস থেকে ২৪৩ জন অসুস্থ শিশুসহ তাদের পরিবারকেও আশ্রয় দেবে। ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর