ইসরায়েল আবারও সিরিয়ার ওপর আগ্রাসন চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে অধিকৃত গোলান উপত্যকা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর বিমান হামলার মাধ্যমে এই আগ্রাসন চালায়। তবে সিরিয়ার সামরিক বাহিনী তা প্রতিহত করে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলি আগ্রাসন দেশের সামরিক বাহিনী সফলতার সাথে প্রতিহত করেছে। এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে , ইসরায়েলি আগ্রাসনে তিন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী সাধারণত এ ধরনের আগ্রাসন চালানোর পর কোনও বিবৃতি দেয় না। তবে এবারের আগ্রাসনের কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
ইসরায়েল প্রায়ই সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে বিশেষ করে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা চালায়। অথচ হিজবুল্লাহ সিরিয়ার সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সিরিয়ায় সন্ত্রাসীদের পতনের বিষয়টি ইসরায়েল ভালো চোখে দেখছে না।
বিডি প্রতিদিন/কালাম