পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গিলগিট বালটিস্তান আইনসভা নির্বাচনে ভোট কারচুপি করে বিজয় লুট করে নিচ্ছে।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এলাকা গিলগিট বালটিস্তান। ওই অঞ্চলকে প্রদেশের মর্যাদা দিয়ে ২৪ আসনের আইনসভার নির্বাচন করা হয়েছে ১৫ নভেম্বর। বেসরকারি ফলাফলে পিটিআই ৮, পিপিপি ৩ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জিতেছেন।
ভারত বলেছে, গিলগিট বালটিস্তানে নির্বাচন অনুষ্ঠান বেআইনি কাজ। পাকিস্তান ওই অঞ্চলটি জবরদখল করে রেখেছে। তাদের কোনো অধিকার নেই ওই এলাকাকে প্রদেশ মর্যাদা দেওয়ার।
পাকিস্তানের জিও নিউজ জানায়, বিলাওয়াল গিলগিটে এক জনসভায় বলেছেন, পিপিপির বিজয় চুরি করে নিয়ে যাচ্ছে পিটিআই। এর বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলবেন।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেন, দলছুট নীতিহীন লোকদের সহায়তায় গুণ্ডামি আর কারচুপি করে পিটিআই জিতেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এনআই জানিয়েছে, বিরোধী দলগুলোর আন্দোলনের হুমকির মুখে প্রধানমন্ত্রী ইমরান খান সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।