ভারত নাকি একাধিকবার সীমান্তে হামলা চালিয়েছে। বিনা প্ররোচনায় পাকিস্তান সীমান্ত বরাবর গুলি বর্ষণ করছে, এমনই অভিযোগ ইসলামাবাদের। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।
ভারতীয় মিডিয়া বলছে, শুক্রবার ভারতীয় হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়। পাকিস্তান জানায়, ভারতীয় সেনার গুলিতে ৫৫ বছরের এক পাকিস্তানি নাগরিক গুরুতর আহত হয়েছেন। সীমান্তের হটস্প্রিং এলাকায় ভারতীয় সেনার গুলি বর্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ২০০৩ সালের পর থেকে ভারত বিনা প্ররোচনায় গুলি চালানো শুরু করেছে বলে পাকিস্তানের অভিযোগ।
এদিকে, ভারত জানিয়েছে পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে পাকিস্তানি সেনা ভারি গুলি বর্ষণ শুরু করে। এরই সঙ্গে চলে শেলিং। স্থানীয় গ্রামগুলো লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া হয় বলে খবর। প্রায় দু’ঘণ্টা ধরে টানা গুলির লড়াই চলে।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই ভারত ও পাকিস্তান সীমান্ত উত্তপ্ত হওয়ার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। বলা হয়, টানা গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাকিস্তানি সেনার। তবে এ ঘটনায় পাকিস্তানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক