আমেরিকার অঙ্গরাজ্যগুলোয় প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল সোমবার ইলেকটোরাল ভোটগ্রহণ শুরু হয়। শুধুমাত্র আনুষ্ঠানিকতার এই ভোটে জনরায়ের ব্যতিক্রম হওয়ার অতীত কোনও রেকর্ড নেই। তাই জো বাইডেনকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আরেক দফা স্বীকৃতি শুধু সময়ের অপেক্ষা। তবে এখনো পরাজয় স্বীকার করতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
সর্বশেষ ইলেকটোরাল ভোটের আগের দিন রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেলা শেষ হয়নি, জয়ের জন্য তার লড়াই অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, গতকাল অঙ্গরাজ্যের আইনসভা ইলেকটোরাল ভোট নিয়ে নির্বাচন করার কথা।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অঙ্গরাজ্যের ফল অনুযায়ী, ইলেকটোরাল প্রতিনিধিরা ভোট দেবেন। এই ভোট অঙ্গরাজ্য আইনসভা প্রত্যয়ন বা চূড়ান্ত অনুমোদন দিয়ে ওয়াশিংটনে পাঠাবে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের অংশ হিসেবে ইলেটকোরাল কলেজের দিকে সাধারণত মানুষের দৃষ্টি থাকে না। তবে এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে।
ইলেকটোরাল ভোট শেষে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় দাপ্তরিকভাবে আরেক দফা নিশ্চিত হবে। এদিন সন্ধ্যায়ই তার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল। নজিরবিহীন কিছু না ঘটলে ইলেকটোরাল ভোটের ৩০৬টি তার পাওয়া নিশ্চিত। যেখানে জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট। আর বিভিন্ন গণমাধ্যমের প্রজেকশন অনুসারে ট্রাম্প পাবেন ২৩২ ইলেকটরের ভোট।
বিডি-প্রতিদিন/শফিক