চীনের জিংট্যাং বন্দরে গত বছরের ১৩ জুন নোঙর করে ভারতের পণ্যবাহী জাহাজ এমভি জগ আনন্দ। তখন থেকেই সেখানে আটকে পড়েছিলেন ২৩ জন ভারতীয় নাবিক। অবশেষে ঘরে ফেরার পালা। বৃহস্পতিবার ভারতে ফিরছেন তারা।
ভারতের নৌ পরিবহনমন্ত্রী টুইট করে জানান, চীনে আটকে থাকা আমাদের নাবিকরা দেশে ফিরছেন। এমভি জগ আনন্দের পাশাপাশি ২০ সেপ্টেম্বর একইভাবে চীনা বন্দরে আটকে পড়েছিল এমভি অনস্তেশিয়ায়া। ওই জাহাজে রয়েছেন ১৬ জন ভারতীয় নাবিক। দুটি জাহাজই মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে থাকলেও চীনের পক্ষ থেকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয় না।
পরে এই দুই জাহাজের কর্তৃপক্ষ ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু নয়াদিল্লির একাধিক অনুরোধ সত্ত্বেও কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ দেখিয়ে তাদের পণ্য খালাসের অনুমতি দেয় না চীন। পরে বেইজিংয়ে ভারতীয় দূতাবাসে এই বিষয়টি নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত আলোচনা অবশেষে অনুমতি মিলেছে।
বিডি-প্রতিদিন/শফিক