দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের ২০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে উচ্চ আদালত। ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠার পর তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার পার্ক জিউন হাইয়ের সাজা বহাল রাখা হয়। বিবিসি এ খবর প্রকাশ করেছে।
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে পার্ককে ২০১৭ সালে অভিশংসন করা হয়। নির্বাচিত হয়েও অভিশংসিত হওয়া তিনিই প্রথম দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট।
প্রথমে পার্ককে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ২০ বিলিয়ন উন জরিমানা করা হয়েছিল। পরে সাজার মেয়াদ কমিয়ে ২০ বছর এবং জরিমানা ১৮ বিলিয়ন উন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা