১৪ জানুয়ারি, ২০২১ ২০:২৪

নিজেদের তৈরি সাবমেরিন থেকে প্রথম টর্পেডো ছুঁড়লো ইরান

অনলাইন ডেস্ক

নিজেদের তৈরি সাবমেরিন থেকে প্রথম টর্পেডো ছুঁড়লো ইরান

দেশে তৈরি 'ফাতেহ' সাবমেরিন থেকে প্রথমবারের মতো টর্পেডো ছুঁড়েছে ইরান। বৃহস্পতিবার চলমান নৌ মহড়ার অংশ হিসেবে সাবমেরিন থেকে সাফল্যের সঙ্গে টর্পেডো ছোঁড়া হয়।

প্রত্যাশা অনুযায়ী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে নিক্ষিপ্ত টর্পেডো। ইরানে বুধবার থেকে ‘সাগরে শক্তিমত্তা-৯৯’ নামে নৌ মহড়া চলছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, দেশের গবেষক ও বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তির সাহায্যে ‘ফাতেহ’ সাবমেরিন নির্মাণ করেছেন।

এই সাবমেরিন থেকে টর্পেডো ছোঁড়ার পর্বটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় তা ইরানের নৌ শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।    

ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, চলমান মহড়ায় ড্রোনের সাহায্যেও বিভিন্ন অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

এছাড়া মহড়ার অংশ হিসেবে আজ সকালে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট বুধবার থেকে মাকরান উপকূল এবং ভারত মহাসাগরের উত্তরে নৌ মহড়া চালাচ্ছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর