২৩ জানুয়ারি, ২০২১ ০৭:০১

জাতিসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

অনলাইন ডেস্ক

জাতিসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ফাইল ছবি

জাতিসংঘে ফের বড় ধাক্কা পাকিস্তানের। কিছু দিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের আরএসএস-কে হিংসাত্মক চরমপন্থী দল বলে আখ্যা দেয় পাকিস্তান। তাদের নিষিদ্ধ করার দাবি তোলে। এরই জবাবে এবার পাকিস্তানকে নিজেদের মুখ আয়নায় দেখার পরামর্শ দিল ভারত।

ভারতের তরফে এই নিয়ে বলা হয়, বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে জঙ্গি কার্যকলাপের শিকার হচ্ছে ধর্মীয় স্থানগুলি। বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংস থেকে কয়েক দিন আগেই পাকিস্তানে মন্দির নষ্ট, একের পর এক উদাহরণ আমরা দেখেছি। আমাদের এই সব আক্রমণের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হতে হবে।

এরপর পাকিস্তানকে কড়া সুরে কটাক্ষ করে ভারতের তরফে বলা হয়, এটি অত্যন্ত বিদ্রূপের বিষয়। যে দেশটিতে সম্প্রতি একটি ঐতিহাসিক হিন্দু মন্দিরের উপর হামলার মতো ধ্বংসাত্মক ঘটনা ,তারা আমাদের বিরুদ্ধে শান্তির সংস্কৃতি সংক্রান্ত প্রস্তাবনা আনছে। সেই দেশে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটেছে এবং সেখানে সংখ্যালঘুদের অধিকার হরণ করা হচ্ছে। এমন প্রস্তাবনার পিছনে লুকাতে পারে না পাকিস্তান।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর