২৪ জানুয়ারি, ২০২১ ২৩:১৭

পুতিনবিরোধী বিক্ষোভে রাশিয়াজুড়ে আটক প্রায় ৩ হাজার

অনলাইন ডেস্ক

পুতিনবিরোধী বিক্ষোভে রাশিয়াজুড়ে আটক প্রায় ৩ হাজার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী বিক্ষোভ থেকে প্রায় তিন হাজারের বেশি নাভালনি সমর্থককে আটক করা হয়েছে। কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনি সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় রাশিয়ার পুলিশ।

আজ রবিবার এই তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর আগে দেশটিতে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজধানী ছাড়াও রাশিয়ার শতাধিক শহরে বিক্ষোভ হয়। দেশটির প্রশাসন বিক্ষোভকারীদের কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, কোনো অননুমোদিত বিক্ষোভ ও উস্কানি সঙ্গে সঙ্গে দমন করা হবে।

দেশটির কারাবন্দী বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তি এবং প্রেসিডেন্ট পুতিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিল জনগন। এর মধ্যে রাজধানী মস্কো থেকে এক হাজার ২০০ জনসহ প্রায় তিন হাজার জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নাভালনির স্ত্রী, তার মুখপাত্র এবং আইনজীবীও রয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর