করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এমন পরিস্থিতিতে মহামারির বিস্তার রোধে প্রায় এক বছর সীমান্ত বন্ধ রাখা নিউজিল্যান্ড এ মাস থেকে পুরনায় শরণার্থী গ্রহণ শুরু করতে যাচ্ছে। এর মধ্যে চলতি মাসে ৩৫ জন শরণার্থী গ্রহণ করবে দেশটি। আর আগামী জুনের মধ্যে আরও প্রায় ২১০ জন গ্রহণ করা হবে। ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।
ইমিগ্রেশন নিউজিল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ভ্রমণের সব নীতি মেনে ছোট এক দল শরণার্থী পরিবারকে আমাদের দেশে নিউজিল্যান্ডের বাসিন্দা হিসেবে বসবাসে স্বাগত জানাতে আমরা প্রস্তুত আছি। যারা আসবেন তাদের সবাইকে অবশ্যই ১৪ দিন সরকারি ব্যবস্থায় আইসোলেশন সেন্টারে থাকবে হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তার প্রথম মেয়াদের তুলনায় এই মেয়াদে বেশি সংখ্যায় শরণার্থীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম মেয়াদে বছরে এক হাজার জন থেকে বাড়িয়ে তা দেড় হাজার জন করা হয়েছে। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে গত বছর মার্চ থেকে অতি জরুরি ভিত্তিতে কয়েকজনকে ছাড়া শরণার্থী গ্রহণের কাজ স্থগিত রেখেছিল নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ