রাশিয়ায় ১৮১২ সালে হামলা করেছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। এরপর ২০০ বছর কেটে গেছে। দুই দেশের মধ্যকার বৈরী সম্পর্ক ঠিক করতে এবার উদ্যোগ নিল রাশিয়া ও ফ্রান্স। সে জন্য ওই সময়ের যুদ্ধে নিহত সেনাদের সমাহিত করার উদ্যোগ নিয়েছে দেশ দুটি।
যুদ্ধে বিপর্যস্ত হয়ে নেপোলিয়ন রাশিয়া থেকে নিজের বাহিনী নিয়ে পিছু হটার পথে যেসব সেনা নিহত হয়েছিলেন, তেমন ১২৬ সেনার দেহাবশেষ আবার সমাহিত করার কথা দেশ দুটির। এ বছর ওই ফরাসি সামরিক নেতার মৃত্যুর ২০০ বছর উপলক্ষে দেশটির স্মল্যানস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ভেয়াজমায় সেনাদের সমাহিত করার অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়।
নেপোলিয়নের অভিযান প্রতিহতকারী জাতীয় বীর হিসেবে বিবেচিত রাশিয়ান ফিল্ড মার্শাল মিখাইল কুতুজভের বংশধর ইউলিয়া খিতরোভো বলেছেন, মৃত্যু তাদের সমতা তৈরি করেছে। তারা এখন সবাই এক কবরে।
নেপোলিয়নের অন্যতম এক সেনাপতির বংশধর প্রিন্স জোয়াসিম মুরাত বলেছেন, একদা যুদ্ধের পক্ষগুলোর মধ্যে এই অনুষ্ঠান “পারস্পরিক শ্রদ্ধার প্রতীক” হয়ে থাকবে।
রাশিয়া-ফ্রান্স ঐতিহাসিক উদ্যোগ উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় দুই দেশের নৃতাত্ত্বিকরা ২০১৯ সালে একটি বড় গণকবর আবিষ্কার করেন, যেখানে ১২০ জনের দেহাবশেষ খুঁজে পান তারা। এর মধ্যে তিন নারী ও তিন কিশোরের দেহাবশেষও ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার