২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৫৫

অবসাদগ্রস্ত মানুষদের জন্য পৃথক মন্ত্রণালয় গড়ল জাপান

অনলাইন ডেস্ক

অবসাদগ্রস্ত মানুষদের জন্য পৃথক মন্ত্রণালয় গড়ল জাপান

সমীক্ষা বলছে- করোনা আবহে বেড়ে গেছে আত্মহত্যার হার। দীর্ঘদিন লকডাউনের কারণে বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় হতাশা বেড়েছে অনেকেরই। চাকরি হারিয়েছেন বহু মানুষ। গবেষণা বলছে,  এসব কারণে এবং দীর্ঘসময় ঘরবন্দি থাকায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। সঠিক সহায়তার অভাবে আত্মহত্যার দিকে মানুষ ঝুঁকছেন। 

ব্রিটেনের পর এবারে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাকীত্ব মন্ত্রণালয়ের গঠনের ঘোষণা দিলেন। জাপার প্রথম একাকীত্ব মন্ত্রী হন তেতসুশি সাকামোতো। বলাই বাহুল্য, জাপানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সারাবিশ্বের মানুষ। আধুনিক যুগে পাল্লা দিয়ে ব্যস্ততা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের একাকীত্ব এবং অবসাদে ভোগার হার বাড়ছে বলেই জানাচ্ছেন মনোবিদরা। 

গবেষণা বলছে, ১১ বছরের মধ্যে করোনা আবহে আত্মহত্যার হার কয়েকগুণ বেড়েছে জাপানে। এ প্রসঙ্গে তেতসুশি সাকামোতো জানান, "অবসাদ, একাকীত্ব কাটাতে যতরকমের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি, সে সবের ব্যবস্থা খুব দ্রুতই নেওয়া হবে।" 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর