১ মার্চ, ২০২১ ০৮:৪৭

খাশোগি হত্যা ইস্যুতে সৌদিকে সমর্থন আরব দেশগুলোর

অনলাইন ডেস্ক

খাশোগি হত্যা ইস্যুতে সৌদিকে সমর্থন আরব দেশগুলোর

সাংবাদিক জামাল খাশোগি

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে এবার সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে মিত্র আরব দেশগুলো। মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যানে সৌদিকে সমর্থন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। খবর আরব নিউজের।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) টুইটারে ‘আমরা সবাই মোহাম্মদ বিন সালমান’ হ্যাশট্যাগ তৈরি করে সৌদি যুবরাজের প্রতি সমর্থন জানান তার সমর্থকরা। তাদের দাবি, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জামাল খাশোগি হত্যায় যুবরাজকে দায়ী করা হলেও জোরালো কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেনি তারা।

এদিন নিজ সমর্থকদের পাশপাশি সৌদি যুবরাজ তার পাশে পেয়েছেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতকে। আলাদা বিবৃতিতে যে কোনো পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশগুলো।

এদিকে সমালোচনার মুখে খাশোগি হত্যায় মার্কিন গোয়েন্দা রিপোর্ট পর্যালোচনা করে সোমবার (০১ মার্চ) নিজেদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রশ্নের মুখে তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন করায় সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর