১ মার্চ, ২০২১ ০৯:২৭

ফিলিস্তিনি শ্রমিকদের করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি শ্রমিকদের করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত ইসরায়েলের

প্রতীকী ছবি

ইসরায়েল সরকার এবার ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

মূলত সেসব ফিলিস্তিনের শ্রমিকরাই কেবল টিকা পাবেন যাদের ইসরায়েলি ওয়ার্ক পারমিট রয়েছে। অর্থাৎ ইসরায়েলের ভেতরে কিংবা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কাজের সঙ্গে যেসব ফিলিস্তিনি শ্রমিক জড়িত তাদের দেওয়া হবে এই টিকা। 

অবশ্য ফিলিস্তিনও ইতোমধ্যে করোনার টিকা পেয়েছে। কিন্তু সেটা ইসরায়েলের তুলনায় খুবই নগন্য। সেটা দিয়ে সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে পৃথিবীর মধ্যে অল্প সময়ে দেশের এক তৃতীয়াংশ জনগনকে টিকা দেওয়া দেশের তালিকায় রয়েছে ইসরায়েল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর