১ মার্চ, ২০২১ ১০:১১

চীনে উইঘুরদের রাষ্ট্রীয় নিপীড়নের কড়া সমালোচনা ফ্রান্সের

অনলাইন ডেস্ক

চীনে উইঘুরদের রাষ্ট্রীয় নিপীড়নের কড়া সমালোচনা ফ্রান্সের

চীনে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ ওয়াইভেস লে ড্রায়ান। গত বুধবার তিনি উইঘুর নির্যাতনের বিষয়ে মুখ খোলেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এক প্রতিবেদনে এ তত্য জানিয়েছে।

খবরে বলা হয়, জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভিডিও লিংকে বক্তব্য দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, চীনের জিনজিয়াং থেকে প্রাপ্ত সাক্ষী এবং নথিগুলো উইঘুর সম্প্রদায়ের প্রতি অযৌক্তিক আচরণ এবং তাদের ওপর বড় ধরনের নজরদারি ও প্রাতিষ্ঠানিকভাবে দমনের বিষয়টির ইঙ্গিত দিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর বিশ্বাস, অন্তত ১০ লাখ উইঘুর মুসলমান এবং অন্য তুর্কি-মুসলমান সংখ্যালঘুদের চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াংয়ে বন্দিশালায় আটকে রাখা আছে।

রাশিয়ার বিরোধীদলীয় অন্যতম মুখ অ্যালেক্সি নাভালনি'কে হত্যাচেষ্টার ব্যাপারেও কথা বলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তাকে হত্যাচেষ্টার জন্য ক্রেমলিনকে অভিযুক্ত করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর