পবিত্র শবেমেরাজ পালিত হয়েছে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল কাশ্মীরে। শবেমেরাজ উপলক্ষে কাশ্মীরের শ্রীনগরের হজরতবল দরগায় জড়ো হন মুসল্লিরা।
কাশ্মীরে অবস্থিত হজরতবল দরগাহ মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে পবিত্র স্থান। শবেমেরাজ উপলক্ষ্যে উপত্যকারা বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা প্রতি বছর এখানে আসেন।
আল্লাহর অশেষ অনুগ্রহে পবিত্র শবেমেরাজের মহিমান্বিত রাতে তাঁর প্রিয়নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আরশে আজিমে পৌঁছার ও আল্লাহর দিদার লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা