বেইজিং থেকে তিব্বতের লাসায় ভারতের অরুণাচলের গা ঘেঁষে ছুটবে চীনের বুলেট ট্রেন। এরই মধ্যে ভারত-পাকিস্তানের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর রেললাইন তৈরির কাজ অনেকটাই সেরে ফেলেছে বেইজিং। এমনটিই বলা হয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।
জানা গেছে, ২০১৪ সাল থেকে বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তিব্বতের লাসা থেকে অরুণাচল সীমান্তের কাছে চীনের নিংচি পর্যন্ত মিলবে সেবা। ৪৩৫ কিলোমিটার লম্বা এই রুটটিতে তিব্বতের প্রথম ইলেকট্রিক ট্রেন সেবা শুরু হতে চলেছে।
অরুণাচল সীমান্ত থেকে নিংচির দূরত্ব খুব বেশি হলে ৫০ কিলোমিটার। অর্থাৎ ভারতের ঘাড়ের ওপরই তৈরি হয়েছে এই রুটটি। যদিও যাত্রীবাহী সেবার জন্যই এই অবঠামো তৈরি বলে দাবি চীনের। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।
আগামী জুন মাস থেকে লাসা-নিংচি বুলেট ট্রেন চললে মুহূর্তের নির্দেশে অরুণাচল সীমান্তে সেনাদল পাঠাতে সক্ষম হবে চীনা সেনাবাহিনী। ফলে যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় সেনার প্রতিরক্ষা সমীকরণ পাল্টে দিয়ে যাত্রীবাহী ট্রেনে তিব্বত থেকে বিশাল সেনাদল বুলেট ট্রেনে পাঠিয়ে দিতে পারে চীনা বাহিনী।
সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক