পহেলা ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে অব্যাহত প্রতিরোধ বিক্ষোভ দমনে সেনাবাহিনী কঠোর থেকে কঠোরতর হচ্ছে। এবার সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর সবচেয়ে রক্তাক্ত দিন দেখল মিয়ানমারের মানুষ।
গত রবিবার এক দিনে দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৫০ বিক্ষোভকারী নিহত হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৩৮ জন নিহত হয়। এদিকে আধিপত্যের বিস্তার বাড়াতে আরো কয়েকটি জেলায় গতকাল সোমবার সামরিক আইন জারি করেছে জাসেনা সরকার।
এদিকে পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবারের বিক্ষোভ-সহিংসতার জেরে ইয়াঙ্গুনের হ্লাইংথায়া ও সুয়েপিয়েথা এলাকায় মার্শাল ল জারি করা হয়েছে।
মিয়ানমারে এক দিনে সর্বোচ্চসংখ্যক প্রাণহানির পরদিন সেনা অভ্যুত্থানবিরোধী আরও বিক্ষোভের পরিকল্পনা নিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থীরা। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক শাসন জারি করা হয়। এরপরপরই অং সান সু চিকে আটক করা হয়। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক