মোজাম্বিকের পালমায় অবস্থিত একটি গ্যাস প্রকল্পের পাশে ইসলামপন্থী সন্ত্রাসী দলের হামলায় কমপক্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে কমপক্ষে আরও ৬০ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে সবাই বিদেশি নাগরিক।
জানা যায়, সন্ত্রাসীরা কমপক্ষে ১৭টি গাড়ির বহর নিয়ে ওই হামলা করে। এতে এ পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলোতে অন্তত ৫০-৬০ জন বিদেশি নাগরিক ছিল।
খবরে বলা হয়েছে, ওই হামলার জায়গায় ফরাসি কোম্পানি টোটালের কয়েক বিলিয়ন ডলারের একটি তরল গ্যাসের প্রকল্প চলমান রয়েছে। এ কারণে সেখানে বহু বিদেশি কনট্রাক্টর ও তাদের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছে।
সন্ত্রাসীগোষ্ঠী তাদের লক্ষ্য করে হামলা করে। এতে দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন এবং ফ্রান্সের কয়েকশ নাগরিক হোটেলগুলোতে আশ্রয় নেয়। এর আগে তারা সেখান থেকে সাগর পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শুধুমাত্র হোটেল আমারুলাতেই প্রায় ২০০ জন বিদেশি শ্রমিক আটকা পড়েছেন। সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/আবু জাফর