মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১১ গণতন্ত্রকামী নিহত হয়েছেন। আজ বুধবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্সের।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তেইজ শহরে গতকাল বুধবার ৭ এপ্রিল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সংঘর্ষ চলে।
এ ঘটনায় বিক্ষোভকারীরা বৃহস্পতিবার জুতায় ফুল দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল নেওয়ার পর উত্তাল অবস্থা বিরাজ করছে দেশটিতে।
বিডি-প্রতিদিন/শফিক