৮ এপ্রিল, ২০২১ ২২:১৮

অপহৃত ভারতীয় সেনাকে মুক্তি দিল মাওবাদীরা

অনলাইন ডেস্ক

অপহৃত ভারতীয় সেনাকে মুক্তি দিল মাওবাদীরা

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে অপহৃত সিআরপিএফ সেনা রাকেশ্বর সিং মনহাসকে মুক্তি দিয়েছে মাওবাদীরা। প্রায় চারদিন বন্দি রাখার পর তাকে মুক্তি দিল মাওবাদীরা। 

বৃহস্পতিবার বিকেলে তাকে ছেড়ে দেয় মাওবাদীরা। পরে সরকারি একটি অ্যাম্বুল্যান্সে তাকে শহরে নিয়ে যাওয়া হয়।

এর আগে ছত্তিশগড়ের সুকমা-বিজাপুর সীমানার জাগারগুণ্ডা-জোড়াগুণ্ডা-তারেমে মাওবাদী হামলায় নিহত হন কমপক্ষে ২২ জন সেনা। এ ঘটনায় আহত হন আরও ৩১ সেনা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ্বর সিং মনহাস নামে ওই সেনা।

বৃহস্পতিবার প্রায় হাজারও গ্রামবাসীর সামনে মুক্তি দেওয়া হয় সিআরপিএফের কোবরা বাহিনীর এই সেনাকে। মুক্তি পাওয়ার পর রাকেশ্বরের স্ত্রী বলেন, ‘আজ আমার জীবনে সবচেয়ে খুশির দিন। আমি জানতাম ও ফিরে আসবে।’

সূত্র: আনন্দবাজার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর