লা সুফ্রিয়ের নামের ভয়াবহ এক আগ্নেয়গিরি থেকে উদগীরণ শুরু হয়েছে ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে। দ্বীপটি এখন ধোঁয়া এবং ছাই দিয়ে ঢেকে গেছে। গত বৃহস্পতিবার লা সুফ্রিয়ের আগ্নেয়গিরির তৎপরতা প্রথম শনাক্ত করা হয়।
এরইমধ্যে দ্বীপের প্রধানমন্ত্রী র্যাল্ফ গনসাল্ভস কথিত রেড জোনের ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এ ঘটনায় ওই দ্বীপটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ১৯৭৯ সালের পর এটিই সেন্ট ভিনসেন্টে প্রথম আগ্নেয়গিরি বিস্ফোরণ। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক