১০ এপ্রিল, ২০২১ ২০:০৪

যে কারণে চীনা তরুণদের মধ্যে উইল লেখার প্রবণতা বেড়েছে

অনলাইন ডেস্ক

যে কারণে চীনা তরুণদের মধ্যে উইল লেখার প্রবণতা বেড়েছে

চীনে আগের চেয়ে অনেক বেশি তরুণ উইল (ইচ্ছাপত্র ) প্রস্তুত করছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মহামারির কারণে তরুণরা মৃত্যু এবং সম্পদ সম্পর্কে বেশি চিন্তিত। আর তাই উইল লেখার সংখ্যা বেড়েছে। সম্প্রতি চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

জানা গেছে, ১৯৯০ সালের পরে জন্মগ্রহণকারী তরুণদের মধ্যে উইল লেখার সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।   বিশেষ করে বিদেশে অবস্থান করা চীনা জনগণ তাদের সম্পদ ব্যবস্থাপনার জন্য উইলের প্রতি বেশি ঝুঁকছে।  

প্রতিবেদনে দেখা গেছে, ৮০ শতাংশেরও বেশি তরুণ তাদের সঞ্চয় ব্যবস্থাপনার জন্য উইল প্রস্তুত করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতো ভার্চুয়াল সম্পদ নিয়ে যারা কাজ করেন তারাও ইচ্ছাপত্র তৈরি করছেন।  

উল্লেখ্য, চীনা আইনে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ তার উইল লিখতে পারবেন। আর ১৬ বছর বয়সী তরুণরাও পারবে, যদি সে স্বাধীনভাবে আয় করতে পারে। চীনে সাধারণত যারা উইল লিখে নেন, তাদের গড় বয়স ৬৭ বছর। এই সংখ্যা ইউরোপীয় দেশগুলির তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর