১১ এপ্রিল, ২০২১ ০২:১০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক ভবন, নিহত ৭

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক ভবন, নিহত ৭

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কয়েকটি শহরের শতাধিক ভবন ধসে পড়েছে। ৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। শনিবার ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে দেশটির পূর্ব জাভা, বালি দ্বীপসহ বেশ কয়েকটি প্রদেশে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার (৫০ মাইল) ভূমিকম্পটির গভীরতা ছিল। এর কেন্দ্র ছিল পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ভূমিকম্প কবলিত এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা)-এর ওপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০১৮ সালে সুলায়েশি দ্বীপের পালুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৪ হাজার তিনশোর বেশি মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিলো।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর