১৩ এপ্রিল, ২০২১ ০৪:১২

ইসরায়েলের বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসের' অভিযোগ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসের' অভিযোগ

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির নাতাজ পারমাণবিক কমপ্লেক্সে এই হামলা হয়। ফলে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বলে দাবি করেছে দেশটি। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান বলছে এটি ইসরায়েলের ‘পারমাণবিক সন্ত্রাস'। ইরান আরো মনে করে, এভাবে নাশকতা করে ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না।

ইরানের নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মো. জাভেদ জারিফ ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জকেন্দ্রে রবিবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ সেক্টরের জন্য বিরল ঘটনা। এ ঘটনাকে সোমবার ইসরায়েলের নাশকতা হিসেবে আখ্যা দিয়েছেন। সূত্র : আল জাজিরা, বিবিসি ও ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর