২১ এপ্রিল, ২০২১ ১৪:০০

দুই বছরে চারবার অর্থমন্ত্রী বদল, কঠোর সমালোচনার মুখে ইমরান খান

অনলাইন ডেস্ক


দুই বছরে চারবার অর্থমন্ত্রী বদল, কঠোর সমালোচনার মুখে ইমরান খান

২০১৮ সালে সরকার গঠনের পর ছয়বার মন্ত্রিসভায় রদবদল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে অর্থমন্ত্রীই নিয়োগ দিয়েছেন চারবার। এ নিয়ে দেশটির বিরোধী দল মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফের মুখপাত্র মুহাম্মদ জুবায়ের প্রধানমন্ত্রী ইমরানের কঠোর সমালোচনা করেছেন। 

মুহাম্মদ জুবায়ের বলেন, 'তিন বছরেরও কম সময়ের মধ্যে একই দপ্তরে (অর্থ মন্ত্রণালয়ে) চার নম্বর মন্ত্রী নিয়োগ দেওয়া হলো। প্রধানমন্ত্রী আবারও তার মন্ত্রিসভায় রদবদল আনলেন। এ ঘটনা প্রমাণ করে যে, তিনি দায়িত্ব পালনে ব্যর্থ।'  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়ের দপ্তর শওকত তারিয়েনের হাতে তুলে দিয়েছেন। এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাবেক এই ব্যাংকার। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর