অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে স্বাক্ষরিত বহুল বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি গত ২১ এপ্রিল বাতিল করেছে অস্ট্রেলিয়া। ২০১৮ সালের ৮ অক্টোবর চুক্তিটি সই হয়েছিল। এই সিদ্ধান্তে ক্যানবেরা এবং বেইজিংয়ের চলমান উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, 'এই চুক্তি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী বা বৈদেশিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলবে। তাই কমনওয়েলথের নতুন বিদেশি ভেটো আইনের অধীনে বিআরআই চুক্তি বাতিল করা হয়েছে।'
দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই প্রকল্পের জন্য ফেডারেল সরকারকে এমন চুক্তি বাতিল করতে হবে যা রাজ্য, অঞ্চল, স্থানীয় সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলি যদি দেশের জাতীয় স্বার্থের বিরোধিতা করে তবে তারা বিদেশি সরকারের সাথে চুক্তি করবে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে চীন-অস্ট্রেলীয় সম্পর্ক নিম্নমুখী হয়ে পড়ে, যখন ক্যানবেরা করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়ে বেইজিংকে ক্ষুব্ধ করেছিল।
চীন ২০২০ সালের নভেম্বর থেকে অস্ট্রেলীয় কয়লা, চিনি, বার্লি, লবস্টার, ওয়াইন, তামা এবং কাঠ আমদানি অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। এছাড়াও বেইজিং গরুর মাংস, বার্লি এবং ওয়াইনসহ কোটি কোটি ডলারের অস্ট্রেলীয় রপ্তানির পরিমাণ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির