পশ্চিমতীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মঙ্গলবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে।
এইচআরডব্লিউ-এর প্রতিবেদনে ফিলিস্তিনিদের চলাচলে ইসরাইলি বিধিনিষেধ ও ইহুদি বসতির জন্য ফিলিস্তিনি মালিকানাধীন ভূমি দখলের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরাইলের এই নীতিকে অ্যাপার্টহাইট ও নির্যাতনের অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপার্টহাইট বা বর্ণবাদী যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরাইলকে তুলনা করা তাদের উদ্দেশ্য না, কিন্তু আন্তর্জাতিক আইনানুসারে দেশটির নীতিতে বর্ণবাদ সংঘঠিত হয়েছে কিনা; তা মূল্যায়ন করে বলা হয়, ফিলিস্তিনি ও আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসরাইল বর্ণবাদী ও মানবতাবিরোধী অপরাধ করছে।
অন্যদিকে, এই প্রতিবেদনকে ভুয়া ও অযৌক্তিক আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাইল বলছে, এইচআরডব্লিউ ইসরাইলবিরোধী এজেন্ডাকে প্রশ্রয় দিয়েছে এবং বহু বছর ধরে ইসরাইলকে বর্জনে উৎসাহ দিয়ে আসছে।
তবে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটির মূল্যায়নকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বিডি প্রতিদিন / অন্তরা কবির