পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার (৩০ এপ্রিল) চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত এক বৈঠকে বলেন, 'সিপিইসি প্রকল্পগুলো 'যে কোনও মূল্যে' সম্পন্ন করা হবে। সিপিইসি সময়ের-পরীক্ষায় উত্তীর্ণ সুগভীর পাক-চীন বন্ধুত্বের সাক্ষ্য বহন করে।' সিপিইসি দেশের উন্নয়ন কৌশলে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীসহ দেশটির অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন বলে জানা গেছে। ইমরান খান জোর দিয়ে আরও বলেন, 'শিল্পায়নের লক্ষ্য হতে হবে রপ্তানিমুখী এবং তা আমদানির বিকল্প হওয়া উচিত।' এছাড়াও তিনি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর সকল প্রকল্প সম্পন্ন করতে বদ্ধপরিকর।
বিডি প্রতিদিন / অন্তরা কবির