১৮ মে, ২০২১ ১১:১৭

নেতানিয়াহুর সাথে ফোনালাপে বাইডেন যা বললেন...

অনলাইন ডেস্ক

নেতানিয়াহুর সাথে ফোনালাপে বাইডেন যা বললেন...

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের আহ্বান বিষয়ক বিবৃতি আটকে দেওয়ার পর ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন, মিশরসহ অন্য দেশগুলোর সঙ্গে সংঘাত কমাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। 

ফোনালাপে বাইডেন আরও বলেন, ইসরায়েলকে গাজার হামাস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলার বিরুদ্ধে রক্ষা করার অধিকারের পক্ষে সুদৃঢ় সমর্থন নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি ফিলিস্তিনি জনগণকে মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা এবং অর্থনৈতিক সুযোগ উপভোগ করতে সক্ষম করার পদক্ষেপের জন্য সমর্থন প্রকাশ করেছেন এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য তার সমর্থন নিশ্চিত করেছেন।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে মিশরের প্রেসিডেন্ট ও জর্ডানের রাজার সাথে একত্রে কাজ করবেন।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর