ভারতে করোনার সংক্রমণের মধ্যেও দেশটির রাজধানীতে নতুন সংসদ ভবনের নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। অবশেষে সোমবার সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে একধাপ এগিয়ে গেল নির্মাণের কাজ।
আদালত জানিয়েছে, ‘সেন্টাল ভিস্তার নির্মাণ একান্ত প্রয়োজনীয়। এর বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা হয়েছিল তা উদ্দেশ্যপ্রণোদিত ও যথাযথ নয়।’
আদালত আরও জানিয়েছে, যেহেতু স্থানীয় এলাকাতেই শ্রমিকরা থাকছেন তাই নতুন সংসদ ভবনের নির্মাণ বন্ধ করার প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ ওই জনস্বার্থ মামলাকারীর উপর ১ লাখ টাকার জরিমানাও ধার্য করেছেন। শাপুরজি পালনজি গ্রুপ এই ভবন নির্মাণের কাজে রয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা। সুপ্রিমকোর্টের তরফে ইতোমধ্যেই এই প্রকল্পের ন্যায্যতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের বহুকাঙ্ক্ষিত প্রজেক্ট এই নতুন সংসদ ভবনের নির্মাণ। ৩.২ কিমি এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই প্রজেক্ট। ভাঙা হচ্ছে বহু পুরনো বহুতলও। সব মিলিয়ে খরচ মোট ২০ হাজার কোটি টাকা। সূত্র: জি-নিউজ
বিডি প্রতিদিন/আবু জাফর