২৭ জুলাই, ২০২১ ২২:০৯

ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র, অস্ত্রসহ একঝাঁক গুপ্তচর আটকের দাবি

অনলাইন ডেস্ক

ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র, অস্ত্রসহ একঝাঁক গুপ্তচর আটকের দাবি

বেশ কিছু দিন ধরে পানি সংকট নিয়ে উত্তপ্ত পরিস্তিতি ইরানে। এ বিক্ষোভ দেশটির দক্ষিণাঞ্চলে শুরু হয়ে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে অন্য অঞ্চলগুলোতেও। বিষয়টি নিয়ে তেহরান উসকানিদাতা হিসেবে ইসরায়েলকে দায়ী করেছে। এর মধ্যে এবার ইসরায়েলের হয়ে কাজ করা একঝাঁক গুপ্তচর গ্রেফতার এবং তাদের কাছে থাকা বিশাল অস্ত্রভাণ্ডারের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ইরান। 

একইসঙ্গে অস্ত্রসহ একঝাঁক ইসরায়েলি গুপ্তচর আটকের দাবি জানিয়েছে ইরান। বলা হচ্ছে, ইরানের চলমান পানি সংকট নিয়ে বিক্ষোভ উসকে দিতে এসব অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল। এটা ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র। আটক গুপ্তচরদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, ইরানে বিগত ৫০ বছরের মধ্যে ভয়াবহ খরা চলছে। খরার কারণে গৃহস্থালি, কৃষি ও খামারগুলোতে ব্যাপক প্রভাব পড়ছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের শহর ও শহরতলিগুলোতে পানি সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ চলছে। এই উত্তপ্ত পরিস্তিতির সুযোগ নিয়ে সশস্ত্র ইসরায়েল অনুসারীরা বিক্ষোভে সহিংসতা উসকে দিচ্ছে। সূত্র : রয়টার্স ও এপি

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর