ইরানের বিমানবাহিনী কৌশলগত অঞ্চলগুলোতে খুবই সতর্কতার সঙ্গে নজর রেখে চলেছে এবং বিনা জবাবে শত্রুদেরকে সামান্যতম আগ্রাসনের সুযোগও দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ।
আজ বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার বন্দর এলাকার আকাশ প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। জেনারেল সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রতিশ্রুতিশীল ও অভিজ্ঞ সদস্যরা সতর্কমূলক নজর রয়েছে। আমরা আমাদের মর্যাদা রক্ষার জন্য শত্রুরা কোনরকমের ভুল পদক্ষেপ নেয়ার সুযোগই পাবে না।
ইরানের শীর্ষপর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, ভারত মহাসাগরের উত্তরাংশের এবং ইরানের কৌশলগত দক্ষিণ-পূর্বাঞ্চল পুরোপুরি বিমান প্রতিরক্ষা বাহিনীর নজরদারিতে রয়েছে এবং এ অঞ্চলে সম্পূর্ণভাবে নিরাপত্তা বিরাজ করছে।
তিনি বলেন, ইরানের এমন একটি এলাকার আকাশ পর্যবেক্ষণ দায়িত্বে রয়েছে চবাহার আকাশ প্রতিরক্ষা কেন্দ্র যেখান দিয়ে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, পূর্ব-এশিয়া এবং মধ্য এশিয়ার আকাশ ও সমুদ্রপথে বহুসংখ্যক যান চলাচল করে। এছাড়া বিভিন্ন দেশের বিমান চলাচলের জন্য বিভিন্ন রকমের নজরদারি যন্ত্রপাতি ও রাডার মোতায়েন করা হয়েছে এ অঞ্চলে।
উল্লেখ্য, সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি ট্যাংকারে ড্রোন হামলার পর ইরান এবং ইহুদিবাদী দেশটি ও তার মিত্রদের মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপট জেনারেলদের সাবাহি ফার্দ এসব কথা বললেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক