তালেবানের ভয়ে সীমান্ত অতিক্রম করে ভেতরে প্রবেশ করায় ৮৪ জন আফগান সেনাকে গ্রেফতার করেছে উজবেকিস্তান।
দেশটি জানিয়েছে, সীমান্ত রক্ষীরা ‘রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘনকারীদের’ গ্রেফতার করেছে এবং কর্তৃপক্ষ আফগানিস্তানে প্রত্যাবর্তন সম্পর্কে আফগান পক্ষের সাথে আলোচনা করেছে।
উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসুফ কাবুদজানুবের বরাত দিয়ে তাস নিউজ জানায়, সীমান্তে সহিংসতার দায়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবানদের সঙ্গে আলোচনা করছে উজবেকিস্তান।
বিবৃতিতে বলা হয়, তার-মেজ-হেয়ার-তান সীমান্ত ক্রসিংয়ে ব্রিজের আফগান অংশে আফগান সেনাদের রাখা হয়েছে। আফগান সেনাদের খাবার, সংস্থান ও চিকিৎসা সেবা সরবরাহ করছে উজবেক সরকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন