আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের দখলে চলে যাওয়ার পর একের পর এক মর্মান্তিক ছবি আর ভিডিও ভেসে উঠছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায়।
প্রাণে বাঁচতে কাবুল বিমানবন্দরে মার্কিন বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি, উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য সকলেরই চোখের সামনে ভাসছে। এর মধ্যে এক শিশুর কান্নার মর্মান্তিক ছবি ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে।
খবর অনুযায়ী, একটানা শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল কাবুল বিমানবন্দরের এক কোণ থেকে। কান্না শুনেই শিশুটিকে উদ্ধার করেন বিমানবন্দরের কর্মীরা। জানা গেছে, উদ্ধার হওয়া ওই শিশুটির বয়স সাত মাসের কাছাকাছি।
বিমানবন্দরের কর্মীদের অনুমান, শিশুটি হুড়োহুড়ির মধ্যে মা-বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হয়তো শিশুটিকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত অন্য অনেকের মতো তার পরিবারও বিমানবন্দরে এসেছিল। তারপর কোনওভাবে সে বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেই এই শিশুটি হারিয়ে যায় বলে মনে করা হচ্ছে। এদিন হাজার হাজার মানুষের ভিড় ছিল কাবুলের বিমানবন্দরে।
বিমানবন্দরে একটা ছোট বাক্সের মধ্য শিশুটিকে উদ্ধার করা হয়। কার সন্তান, কীভাবেই সেখানে এল, কেনই বা এভাবে পড়ে রয়েছে কোনও প্রশ্নেরই উত্তর নেই। সবটাই বলা হচ্ছে অনুমানের ভিত্তিতে।
সূত্র- ডিএনএ, নিউজট্র্যাক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত