ইরানের তেলমন্ত্রী জাওয়াদ উজি বলেন, পাকিস্তানে ইরানের তেল ও গ্যাস রপ্তানি বাড়ছে। পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার এসব তথ্য জানান ইরানের তেলমন্ত্রী।
তিনি বলেছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানে ইরানি তেল ও গ্যাস রপ্তানি বাড়বে।
তিনি আরও বলেন, তুর্কমেনিস্তান ও ইরাকসহ আরও কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে গ্যাস রপ্তানি বাড়ানোর বিষয়ে বৈঠক হবে।
ইরানের তেলমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেল ও তেলজাত পণ্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগামী চার বছরে ইরানের তেল শোধনের সক্ষমতা দেড় গুণ বাড়ানো হবে বলেও ঘোষণা করেন জাওয়াদ উজি।
ইরান বর্তমানে তুরস্কসহ কয়েকটি প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানি করে থাকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন