ব্রাজিলে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সাও পাওলোর পিরাসিকাবার বণাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় বিমানের পাইলট, কো-পাইলটসহ মারা যান। প্রাইভেট বিমানের মালিক কোটিপতি রুবেনস ওমেট্টো সিলভেইরা মেল্লোর ভাই চেলসো সিলভেইরা মেল্লো, তার স্ত্রী ও তিন সন্তানেও মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ব্রাজিল পুলিশ।
সূত্র : সিনহুয়া ও রিও টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক