সৌদি আরবের পূর্বপ্রদেশের পর্যটন শহর আল খোবারে গড়ে উঠেছে সৌদি নারীদের প্রথম ব্যক্তিগত সৈকত ক্লাব-দ্য ১৮০ বিচ ক্লাব সমুদ্র। ক্লাবে সব রকম আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে নারীদের জন্য। খবর আরব নিউজের।
সৌদির পাবলিক সৈকতগুলোতে খুব রক্ষণশীল পোশাক পরতে হয় নারীদের। কিন্তু এখানে এ ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে। দ্য ১৮০ বিচে ক্যামেরা অনুমোদিত নয়, ফোনের ব্যবহারও সীমাবদ্ধ। নারীদের গোপনীয়তা নিশ্চিত করতে পুরুষের প্রবেশাধিকার সাত বছরের কম বয়সি ছেলেদের মধ্যে সীমাবদ্ধ।
বিডি-প্রতিদিন/শফিক