শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫৬

কোরীয় যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন কিম জং উনের বোন

অনলাইন ডেস্ক

কোরীয় যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন কিম জং উনের বোন

কিম জং উন ও তার বোন (ফাইল ছবি)

কোরীয় যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি বলেছেন, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত, যদি তারা (সিউল) ‘বৈরী নীতি’ পরিহার করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়ার সরকার ওই উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের ডাক দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন।
  
উল্লেখ্য, ১৯৫০ সালে কোরিয়ার দুই অংশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মধ্যে দিয়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়া নামে দুটি দেশ পায় বিশ্ব। ১৯৫৩ সালে যুদ্ধবিরতির মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের অবসান ঘটলেও কোনো শান্তি চুক্তি না হওয়ায় দেশ দু’টি কার্যত এখনো যুদ্ধের মধ্যে রয়েছে। মাঝেমধ্যে সেই উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠে।  

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর