২৬ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক

অনলাইন ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের জোরালো আপত্তি থাকা স্বত্ত্বেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র কেনার কথা ভাবছেন। আজ রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। 

তিনি বলেন, আমেরিকার নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার কোনো বিকল্প সুযোগ রাখা হয়নি তুরস্কের জন্য। ১৪০ কোটি মার্কিন ডলার পরিশোধ করা হলেও এফ-৩৫ যুদ্ধবিমান আমাদেরকে হস্তান্তর করা হয়নি।

এরদোয়ানের পুরো সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে তার সংক্ষিপ্ত একটি অংশ প্রকাশ করা হয়েছে। এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দিয়ে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে জোরালো আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এই ব্যবস্থা এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য বড় হুমকি। তবে তুরস্ক দাবি করছে, এস-৪০০ ন্যাটোর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর