দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। সোমবার তার কার্যালয় জানিয়েছে, একটি ঐতিহ্যবাহী অভ্যাস, যা আন্তর্জাতিক বিব্রতকর হয়ে উঠছে।
সোমবার সাপ্তাহিক মিটিংয়ে প্রধানমন্ত্রী কিম বু-কায়ুমের কাছে প্রেসিডেন্ট মুন জানতে চান- এখনো কি কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার সময় আসেনি? তার এ বক্তব্যে কুকুরের মাংস খাওয়া বন্ধের পক্ষে জোরালো সুর খুঁজে পাওয়া যায়।
কুকুরের মাংস দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ান খাবারের একটি অংশ। প্রতিবছর দেশটিতে প্রায় ১০ লাখ কুকুর জবাই করে তার মাংস খাওয়া হয়। সম্প্রতি কুকুরকে অনেকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন। তারা একে আর জবাইয়ের জন্য পালিত পশু হিসেবে দেখেন না। আর প্রেসিডেন্ট মুনও কুকুর পছন্দ করেন। প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ভেতরে রয়েছে বেশ কয়েকটি কুকুর।
অপরদিকে পশু অধিকারকর্মীদের পক্ষ থেকেও কুকুর খাওয়া বন্ধ করার জন্য চাপ আছে।
সূত্র : সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ