মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে বসতে সম্মত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, এ বছর শেষ হওয়ার আগেই বৈঠকে বসবে দু’পক্ষ, তবে মুখোমুখি নয় ভার্চুয়ালি কথা হবে তাদের।
আজ শুক্রবার সুইজারল্যান্ডে এক বৈঠকে বসেছিলেন বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং চীনের এক শীর্ষস্থানীয় কূটনীতিক, ইয়াং জিয়েচি। প্রায় ছ’ঘণ্টা ধরে চলে কথাবার্তা। বিভিন্ন বিষয়ে দু’দেশের সহযোগিতা ও মতানৈক্য নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, ২০২১ সাল শেষ হওয়ার আগে ভার্চুয়ালি মুখোমুখি বসবেন দুই রাষ্ট্রপ্রধান।
বহু বছর আগে শি ও বাইডেন দু’জনেই যখন নিজেদের দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, চীন ও আমেরিকার মধ্যে সৎ-সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতির কথা বলেছিলেন তারা। বাইডেনের নেতৃত্বে বর্তমান আমেরিকান প্রশাসনের বক্তব্য, ‘দুই দেশের মধ্যে যে গভীর প্রতিযোগিতা চলছে... তাতে কূটনৈতিক সম্পর্ক বাড়ানো প্রয়োজন।’
এদিকে, চীনের সরকারি সংবাদ সংস্থায় বলা হয়েছে, ‘চীন ও আমেরিকা যদি একে অপরকে সহযোগিতা করে, তাতে দুই দেশেরই লাভ হবে। গোটা বিশ্বেরই উপকার হবে।’ হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি আজ সাংবাদিকদের বলেছেন, ‘পুরো বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। কবে, কখন দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হবে, তা এখনও স্থির হয়নি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক